শেষের হিসাব
গাজী মোসাঃ লতা ইসলাম
সকল রাজার মহারাজা দিবে যখন ডাক
ছাড়তে হবে এই পৃথিবী সবই পড়ে থাক ।
এক সেকেন্ডের সময় তিনি দিবেনা যখন
এ-ই দুনিয়ায় কিছুই কাজে আসবেনা তখন।
কিশের লাগি গড়ছো এমন সাদের বালাখানা
মাটির মানুষ মাটির সাথেই হবে বিছানা।
সঙ্গী সাথি কেউ যাবেনা
হিসেবে কি তার আছে জানা,
সেই কোর্টেতে উকিল মোক্তার ঘুষ খাবেনা।
এই দুনিয়ায় বাহাদুরি মিছে সকল জারি জুরি
আমল নামা শূন্য হলে কাজে কিছুই দিবেনা।
অঙ্গ তোমার দিবে সাক্ষী
লাগবেনা যে কোনো রক্ষী
শেষ বিচারে যখন তুমি হবে আসামি
পূন্যের পালা ভারি হলে পাবে সেদিন পার
তানা হলে চিরতরে জাহান্নাম তোমার।

No comments:
Post a Comment